বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আদর্শ মহাবিদ্যালয়ে ১৯৮৯ সালে মহাস্থান রেজিমেন্ট, ৪ মহাস্থান ব্যাটেলিয়ন এর অধীনে প্লাটুন খোলা হয়। তখন প্লাটুন কমান্ডার ছিলেন প্রভাষক মোঃ রবিউল হাসান, পদার্থ বিজ্ঞান বিভাগ, তাকে ভূষিত করা হত পি.ইউ.ও (প্রফেসর আন্ডার অফিসার) । বি এন সি সি প্লাটুন ক্যাডেটদের একজন সামরিক প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এজন্য ক্যাডেটদের কে দ্বিতীয় সারির সৈনিক হিসেবে বিবেচনা করা হয়। এরা দেশের যে কোন দূর্যোগ মোকাবেলার জন্য সেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকে। বর্তমানে বি এন সি সি অফিসার সহ ক্যাডেটরা বৎসরে ২টি বিটিসি, ১টি আরটিসি, ১টি সিটিসি, ডাবলুসিটি এবং ২টি জাতীয় প্যারেড এ অংশগ্রহন করে। অত্র প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে প্রশিক্ষণ কার্যক্রম চলে। প্লাটুন কমান্ডার পিইউও দের প্রিকমিশন কোর্স করানো হয়। এর ফলে তারা কমিশন প্রাপ্ত হয়। বর্তমানে প্লাটুন কমান্ডার পিইউও মোঃ রবিউল হাসান ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ৩৪ বি এন সি সি ব্যাটেলিয়ানের ব্যাটেলিয়ান কমান্ডার হন। এবং তিনি মেজর র্যাংক প্রাপ্ত হন এবং তিনি বর্তমানে অত্র প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল হতে অত্র প্রতিষ্ঠানের প্লাটুন কমান্ডার হিসেবে দয়িত্বে নিয়োজিত আছেন পিইউও মোঃ শহিদুল্লাহ্, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ। তিনি অত্যন্ত দক্ষতার সাথে অত্র প্রতিষ্ঠানে বি এন সি সি এর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।