১৫ আগষ্ট ২০১৬ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট ২০১৬ সকাল ৯.০০ ঘটিকায় অধ্যক্ষ খালেকুজ্জামানের নেতৃত্বে আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর পরিবার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর পরিবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এসময় মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করে। এরপর ক্যাম্পাসে কাঙালি ভোজ এর আয়োজন করা হয়। এর আগে ১৪ আগষ্ট ২০১৬ ক্যাম্পাসের ২২ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর জীবনির উপরে আলোকপাত করেন প্রভাষকেরা। এসময় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গভর্ণিং বোডির সদস্য শাহ ইয়াজদান মার্শাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ খালেকুজ্জামান।